G R E - এই লেটার তিনটি দেখলেই
যা মনে হয় তা হল কঠিন কঠিন
ইংরেজি শব্দের কথা,
যেগুলো কোনদিন কোথাও
দেখি নি বা শুনিনি। এই
হতচ্ছাড়া GRE 'র জন্য ঐসব মুখস্থ
করতে হবে :-/
আসলে ব্যাপারটা কি? এখানে এমন
কিছু শব্দ আছে যেগুলো আমরা সচরাচর
শুনি না, তবে কান
পেতে রাখলে হয়ত দু'একবার শুনতেও
পারি। আর কিছু শব্দ
থাকে যেগুলো আমরা শুনি না, কিন্তু
তারা সচরাচর ব্যবহৃত word গুলোরই
মামাতো বা খালাতো ভাই। ( আর
বাকিগুলো ঠেলে মুখস্থ করতে হবে
:(( )
একটা উদাহরণ দিই:
specious:
হয়ত ভাবছেন এই ব্যাটা মনে হয়
বানান ভুল করেছে, এটাতো spacious
হবার কথা। আসলে তা নয়, বানান
ঠিকই আছে, তাহলে? আপনি হয়ত এই
word টি চেনেন নি, কিন্তু এর
মামাতো বা খালাতো ভাইরা কিন্তু
আপনার পরিচিত। শেয়ার বাজার
প্রসঙ্গে অনেক জায়গাতেই speculation
শব্দটা হয়ত দেখেছেন। চশমার
ইংরেজি spectacles। আপনি তাহলে এই
word টার root ধরে ফেলেছেন, মানে
দেখাদেখি আরকি। আর -ious সহ অনেক
word ই আপনি জানেন। specious
মানে হল যেটা দেখে মনে হয় ঠিক
আছে কিন্তু আসলে যা দেখলাম
সেটা ঠিক না।
মানে, আপনাকে প্রচুর root
জানতে হবে,
সেটা আপনি বইতে পাবেন। আর একটু
চর্চা করলেই আপনি সহজেই জানা root
এর অজানা শাখা (word) এর
মানে বের করতে পারবেন চোখ বন্ধ
করেই।
আবার, equivocate ভাঙুন শব্দটাকে।
equi- : সমান সমান টাইপের কিছু
একটা হবে (মনে করুন equal)
-vocate : কথা বার্তা টাইপের কিছু
একটা হবে (মনে করুন vocal, advocate-
যিনি কারো পক্ষে কথা বলেন)
আপনার মনে হচ্ছে equivocate মানে দুই
পক্ষের জন্য সমান সমান কথা বলা
জাতীয় কিছু হবে। এর আসল মানে হল
এমনভাবে কথা বলা যে ঠিকভাবে বোঝা যায়
না যে আসল উদ্দেশ্যটা কি। (to use
ambiguous language with a deceptive intent)
আরেকটা উদাহরণ দিই:
" Cow "
ধ্যাৎ, এটা কঠিন কিছু হল নাকি?
ক্লাসের যে ছেলেটাকে শিক্ষক গরু
বলে ডাকেন সেও এটা পারবে। এর
মানে হল গরু।
আপনি অপশনগুলোতে চোখ
বুলিয়ে দেখলেন গরু তো ভাল ছাগল,
মুরগি, হাতি, ঘোড়া কিছুই খাপ
খাচ্ছে না। হয়ত ভাবছেন
যে ব্যাটা এই প্রশ্ন তৈরি করেছে ঐ
ব্যাটাই একটা গরু X(
আসলে তা নয়, এখানে Cow
শব্দটি একটা verb
(বলে কি মেঘলামানুষ? :-*
মাথা ঠিক
আছে নাকি মেঘে ঘোরাঘুরির সময়
মাথায় বজ্রপাত হয়েছে তাই
কারণে ভুল বকছে? /:) ) আসলে এই word
এর এক
মামাতো ভাইকে আমরা চিনি বললে কম
বলা হবে, বরং সেটা আমরা বকা /
গালি দিতে ব্যবহার করি। নাটক
সিনেমায়
নায়িকাকে বলতে শোনেননি,
"তুমি একটা coward"
coward মানে ভীতু, আর cow মানে ভয়
দেখানো কাজেই, আন্দাজেই
কাছাকাছি যাওয়া যায় অনেক সময়।
যেমন, Con artists are not cowed by the
law.
((উইকির লিংক দিলাম: কাউ নিয়ে উইকির কাউকাউ)
আরেকটা জিনিস
কাজে লাগাতে পারেন সেটা হল
যখনই কোন word শিখবেন, তার
সাথে কোন একটা কিছু
জড়িয়ে ফেলবেন। Insipid
মানে স্বাদহীন,
বা অনেকটা বিস্বাদ :-P । এবার
কয়েকবার বলুন, ঘসেটি খালার
রান্না Insipid। আপনার খালার
নামটি এখানে বসালে কোনদিন এই
word টি ভুলবেন বলে মনে হয় না।
অনেক কথাই বললাম, এখন অল্পকথায়
বলি:
১. অনেক word এর মানে এক হয়,
এদেরকে একজায়গায় করে লিস্ট
বানাতে পারেন।
যেমন: বকা দেয়া, ঝাড়ি দেয়ার
জন্য:
admonish, chastise, castigate, reprimand,
reprove, ..... (উফফ)
২. কঠিন word এর
মানে আরেকটা কঠিন word
দিয়ে মনে রাখা অনেক সময়
কাজে দেয়।
৩. প্রথমে Hot list শিখে নিন, দেখবেন
অনেক প্রশ্নই পারবেন।
৪. যারা মোবাইলে নেট ব্যবহার
করেন তারা m.gredic.com বুকমার্ক
করে রাখুন, পথে ঘাটে ওয়ার্ড
দেখতে পারবেন।
৫. Getjar থেকে wordy2 ডাউনলোড
করে ব্যবহার করে দেখতে পারেন।
৬. অদরকারি বিজনেস/
ভিজিটং কার্ডগুলোর
উল্টোদিকে word
লিখে পকেটে রাখতে পারেন।
৭. Word এর
মানে যে ইংরেজিতে মনে রাখতে হবে এমন
কোন কথা নেই।
আপনি মানে জানলেই চলবে।
effrontery মনে রাখুন front এ
গিয়ে কথা বলার সাহস।(extreme
boldness) perfidy এর মানে মীরজাফর
মনে রাখুন, আপানার কাজ
চলে যাবে।
৮. Im- দিয়ে যেসব word শুরু হয়
সেগুলো আগে শিখুন,
একসাথে দুটি word
শেখা হয়ে যাবে। যেমন, immutable
জানলে mutable মানেও
আপনি জেনে গেলেন। (mutation
মানে হল any alteration or change)
যেটা change করা যায়
সেটা immutable আর যেটা change
করা যায় না সেটা immutable.
শেষকথা, word শেখা বড় কথা নয়,
সেটা ব্যবহার করার দক্ষতাটাই আসল
ব্যাপার।
যা মনে হয় তা হল কঠিন কঠিন
ইংরেজি শব্দের কথা,
যেগুলো কোনদিন কোথাও
দেখি নি বা শুনিনি। এই
হতচ্ছাড়া GRE 'র জন্য ঐসব মুখস্থ
করতে হবে :-/
আসলে ব্যাপারটা কি? এখানে এমন
কিছু শব্দ আছে যেগুলো আমরা সচরাচর
শুনি না, তবে কান
পেতে রাখলে হয়ত দু'একবার শুনতেও
পারি। আর কিছু শব্দ
থাকে যেগুলো আমরা শুনি না, কিন্তু
তারা সচরাচর ব্যবহৃত word গুলোরই
মামাতো বা খালাতো ভাই। ( আর
বাকিগুলো ঠেলে মুখস্থ করতে হবে
:(( )
একটা উদাহরণ দিই:
specious:
হয়ত ভাবছেন এই ব্যাটা মনে হয়
বানান ভুল করেছে, এটাতো spacious
হবার কথা। আসলে তা নয়, বানান
ঠিকই আছে, তাহলে? আপনি হয়ত এই
word টি চেনেন নি, কিন্তু এর
মামাতো বা খালাতো ভাইরা কিন্তু
আপনার পরিচিত। শেয়ার বাজার
প্রসঙ্গে অনেক জায়গাতেই speculation
শব্দটা হয়ত দেখেছেন। চশমার
ইংরেজি spectacles। আপনি তাহলে এই
word টার root ধরে ফেলেছেন, মানে
দেখাদেখি আরকি। আর -ious সহ অনেক
word ই আপনি জানেন। specious
মানে হল যেটা দেখে মনে হয় ঠিক
আছে কিন্তু আসলে যা দেখলাম
সেটা ঠিক না।
মানে, আপনাকে প্রচুর root
জানতে হবে,
সেটা আপনি বইতে পাবেন। আর একটু
চর্চা করলেই আপনি সহজেই জানা root
এর অজানা শাখা (word) এর
মানে বের করতে পারবেন চোখ বন্ধ
করেই।
আবার, equivocate ভাঙুন শব্দটাকে।
equi- : সমান সমান টাইপের কিছু
একটা হবে (মনে করুন equal)
-vocate : কথা বার্তা টাইপের কিছু
একটা হবে (মনে করুন vocal, advocate-
যিনি কারো পক্ষে কথা বলেন)
আপনার মনে হচ্ছে equivocate মানে দুই
পক্ষের জন্য সমান সমান কথা বলা
জাতীয় কিছু হবে। এর আসল মানে হল
এমনভাবে কথা বলা যে ঠিকভাবে বোঝা যায়
না যে আসল উদ্দেশ্যটা কি। (to use
ambiguous language with a deceptive intent)
আরেকটা উদাহরণ দিই:
" Cow "
ধ্যাৎ, এটা কঠিন কিছু হল নাকি?
ক্লাসের যে ছেলেটাকে শিক্ষক গরু
বলে ডাকেন সেও এটা পারবে। এর
মানে হল গরু।
আপনি অপশনগুলোতে চোখ
বুলিয়ে দেখলেন গরু তো ভাল ছাগল,
মুরগি, হাতি, ঘোড়া কিছুই খাপ
খাচ্ছে না। হয়ত ভাবছেন
যে ব্যাটা এই প্রশ্ন তৈরি করেছে ঐ
ব্যাটাই একটা গরু X(
আসলে তা নয়, এখানে Cow
শব্দটি একটা verb
(বলে কি মেঘলামানুষ? :-*
মাথা ঠিক
আছে নাকি মেঘে ঘোরাঘুরির সময়
মাথায় বজ্রপাত হয়েছে তাই
কারণে ভুল বকছে? /:) ) আসলে এই word
এর এক
মামাতো ভাইকে আমরা চিনি বললে কম
বলা হবে, বরং সেটা আমরা বকা /
গালি দিতে ব্যবহার করি। নাটক
সিনেমায়
নায়িকাকে বলতে শোনেননি,
"তুমি একটা coward"
coward মানে ভীতু, আর cow মানে ভয়
দেখানো কাজেই, আন্দাজেই
কাছাকাছি যাওয়া যায় অনেক সময়।
যেমন, Con artists are not cowed by the
law.
((উইকির লিংক দিলাম: কাউ নিয়ে উইকির কাউকাউ)
আরেকটা জিনিস
কাজে লাগাতে পারেন সেটা হল
যখনই কোন word শিখবেন, তার
সাথে কোন একটা কিছু
জড়িয়ে ফেলবেন। Insipid
মানে স্বাদহীন,
বা অনেকটা বিস্বাদ :-P । এবার
কয়েকবার বলুন, ঘসেটি খালার
রান্না Insipid। আপনার খালার
নামটি এখানে বসালে কোনদিন এই
word টি ভুলবেন বলে মনে হয় না।
অনেক কথাই বললাম, এখন অল্পকথায়
বলি:
১. অনেক word এর মানে এক হয়,
এদেরকে একজায়গায় করে লিস্ট
বানাতে পারেন।
যেমন: বকা দেয়া, ঝাড়ি দেয়ার
জন্য:
admonish, chastise, castigate, reprimand,
reprove, ..... (উফফ)
২. কঠিন word এর
মানে আরেকটা কঠিন word
দিয়ে মনে রাখা অনেক সময়
কাজে দেয়।
৩. প্রথমে Hot list শিখে নিন, দেখবেন
অনেক প্রশ্নই পারবেন।
৪. যারা মোবাইলে নেট ব্যবহার
করেন তারা m.gredic.com বুকমার্ক
করে রাখুন, পথে ঘাটে ওয়ার্ড
দেখতে পারবেন।
৫. Getjar থেকে wordy2 ডাউনলোড
করে ব্যবহার করে দেখতে পারেন।
৬. অদরকারি বিজনেস/
ভিজিটং কার্ডগুলোর
উল্টোদিকে word
লিখে পকেটে রাখতে পারেন।
৭. Word এর
মানে যে ইংরেজিতে মনে রাখতে হবে এমন
কোন কথা নেই।
আপনি মানে জানলেই চলবে।
effrontery মনে রাখুন front এ
গিয়ে কথা বলার সাহস।(extreme
boldness) perfidy এর মানে মীরজাফর
মনে রাখুন, আপানার কাজ
চলে যাবে।
৮. Im- দিয়ে যেসব word শুরু হয়
সেগুলো আগে শিখুন,
একসাথে দুটি word
শেখা হয়ে যাবে। যেমন, immutable
জানলে mutable মানেও
আপনি জেনে গেলেন। (mutation
মানে হল any alteration or change)
যেটা change করা যায়
সেটা immutable আর যেটা change
করা যায় না সেটা immutable.
শেষকথা, word শেখা বড় কথা নয়,
সেটা ব্যবহার করার দক্ষতাটাই আসল
ব্যাপার।
0 মন্তব্য(গুলি):