জিআরই/জিম্যাট/এসএটি/আইবিএ(এমবিএ)/আয়েল্টস/টোফেল পরীক্ষার প্রস্তুতিতে সবচেয়ে নীরস এবং সময় স্বাপেক্ষ অংশ হচ্ছে ভার্বাল (ইংরেজি সেকশনের) ভোকাবুলারি পার্ট। যদিও কোন পরীক্ষায় সরাসরি ভোকাবুলারি আসতে নাও পারে, তবে ইংরেজি অংশে (ভার্বাল সেকশনে) ভালো দখল আনার জন্য ভোকাবুলারি জানার কোন বিকল্প নেই।
পদ্ধতি-১: বেশি বেশি পড়া
- পড়ার কোন বিকল্প নেই। যাদের সরাসরি কোন বইয়ের শব্দ মুখস্ত করতে মনোযোগ ধরে রাখা কঠিন, তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে পড়া। পড়তে হবে স্ট্যান্ডার্ড/আমেরিকান স্ট্যান্ডার্ড মানের লেখা- হতে পারে কোন গল্পের বই, নিউজ পেপার, সায়েন্টিফিক জার্নাল অথবা মজার কোন ঘটনা। এই পদ্ধতিতে সবচেয়ে ভালো উপায় হচ্ছে সাথে একটি নোট বুক রাখা অথবা যারা কম্পিউটারে স্টাডি করতে পছন্দ করেন তাদের জন্য উত্তম হতে পারে কুইজলেট নামক ওয়েব সাইট। পড়ারা সময় অজানা যে শব্দগুলো সামনে আসবে (মার্ক করে শুরুতে হাইলাইট করে রাখা যেতে পারে এবং পরে সেই শব্দকে নোট করতে হবে) তা কোন হার্ড কপি নোটবুক বা অনলাইন নোটবুকে তুলে রাখা। নোট করার সময় ডিকশনারী বা অনলাইন ডিসশনারী থেকে শব্দের অর্থ এবং আপনি যে আর্টিকেল বা বই পড়ছেন সেখান থেকে এই শব্দযুক্ত বাক্যটি তুলে রাখতে পারেন।
- এই শব্দগুলোকে মাঝে মাঝে পড়তে হবে এবং গল্প অথবা ঘটনাটি মনে করার চেষ্টা করতে হবে। এভাবে কয়েকবার চালিয়ে যেতে পারলে আপনার জন্য শব্দের অর্থ এবং প্রয়োগ- দুইটি বিষয় একসাথে আয়ত্ত্বে আনতে পারবেন।
পদ্ধতি-২: রুট অ্যানালাইসিস
- কম সময়ে বেশি শব্দ শেখার জন্য সবচেয়ে কার্যকরি উপায় হচ্ছে রুট অ্যানালাইসিস। একটি শব্দের বেসিক রুট জানা থাকলে, কাছাকাছি পর্যায়ের আরো কিছু শব্দের অর্থ আন্দাজ করা যায়।
- যেমন: ambi একটি ল্যাটিন রুট, যার অর্থ হচ্ছে both. এখন যদি ambidextrous (able to use both hands equally), ambiguous (having more than one meaning), ambivalence (conflicting or opposite feelings toward a person or thing) শব্দ আমাদের সামনে আসে এবং ambi রুট সম্পর্কে আইডিয়া থাকে তাহলে এই শব্দের অর্থ মনে করা সহজসাধ্য হবে।
- রুট দিয়ে শেখার আরো একটি উপায় হতে পারে সাফিক্স (যে অংশ শব্দের শেষের দিকে থাকে) এবং প্রিফিক্স (যে অংশগুলো শব্দের শুরুর দিকে থাকে)।
- এই পদ্ধতিতে শব্দ আয়ত্ত্বে আনার জন্য আগে থেকে শব্দের সাথে পরিচয় থাকা জরুরি।
পদ্ধতি-৩: ফ্ল্যাশ কার্ড
- অনেকটা কার্ড গেমস খেলার মতো। কার্ড গেমসে এক পাশে ব্ল্যাংক থাকে এবং অন্যপাশে থাকে কার্ডের নাম্বার এবং ভ্যালু। ঠিক অনুরূপভাবে ফ্ল্যাশ কার্ডের একপাশে শব্দ থাকবে অন্য পাশে সে শব্দের অর্থ এবং কোনক্ষেত্রে সেন্টেন্সসহ থাকবে।
- ধরা যাক, আপনি শব্দ মুখস্ত করতে চাচ্ছেন একবার পড়বেন- এক সপ্তাহ পড়ে আবার ভুলে যাবেন। কিছুটা মধুর সমস্যা। এই সমস্যা কাটিয়ে উঠতে ফ্ল্যাশ কার্ড অনেক কার্যকরি। যে শব্দগুলো ভুলে যাচ্ছেন বা মনে রাখতে পারছেন না, সেগুলো দিয়ে নিজেই ফ্ল্যাশ কার্ড বানিয়ে ফেলতে পারেন।
- বাইরে কোথাও যাওয়ার সময় কার্ড সাথে রাখতে পারেন। পড়ার টেবিলে কোথাও রেখে দিতে পারেন। কিছুক্ষণ পর পর শব্দগুলোতে চোখ বুলাতে পারেন। এতে করে অজানা শব্দ মনে করা সহজ হবে।
পদ্ধতি-৪: কনটেক্সট বুঝা
- কনটেক্সট মানে হচ্ছে শব্দের প্রয়োগ। শব্দের অর্থ শেখার জন্য কনটেক্সট অনেক বেশি জরুরি। ধরা যাক, champion একটি শব্দ। যখন noun হিসেবে ব্যবহার হবে তখন তার অর্থ হবে বিজয়ী। যেমন- Winning the final match Bangladesh became champion. আবার এই champion যখন verb হিসেবে ব্যবহার হবে তখন তা সমর্থন করাকে বুঝাবে। যেমন: The UN ambassador championed the new policy of global warming.
- কাজেই কনটেক্স অনুযায়ী একই শব্দ ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। এই পরিবর্তনগুলোর সাথে মানিয়ে নেওয়ার জন্য কনটেক্সট শেখা গুরুত্বপূর্ণ।
- এই পদ্ধতিতে ভোকাবুলারি আয়ত্বে আনার জন্য বেশি বেশি আর্টিকেল অথবা গল্পের বই পড়তে হবে। কিভাবে প্রয়োগ হচ্ছে সে সম্পর্কে আইডিয়া নিতে হবে।
পদ্ধতি-৫: নেমোনিক
- নেমোনিক হচ্ছে শব্দ মনে রাখার ছন্দ বা কোন ছবি বা কোন ঘটনা।
- যেমন: bellicose মানে হচ্ছে যুদ্ধবাজ, ঝগড়া করার জন্য সদা প্রস্তুত। এই শব্দটিকে belli+cose>belly+কুস্তি>যে সব সময় কুস্তি খেলার জন্য বেলিতে গিট বেঁধে রাখে। কাজেই শব্দ দিয়ে এভাবে ছন্দ বা গল্প বানিয়ে রাখতে পারেন তাহলে অর্থ কল্পনা করা সহজ হবে।
- এই পদ্ধতিতে আগে থেকে শব্দ মুখস্ত থাকা জরুরি। এবং যারা নিজেরা নেমনিক বানাতে চান না, অনলাইন থেকে পড়তে চান তারা নেমোনিক ডিকশনারীর সাহায্য নিতে পারেন।
পদ্ধতি-৬: শব্দের রূপান্তর জানা
- কম শব্দ শিখে বেশি অর্থ অনুমান করার জন্য শব্দের রূপান্তর জানা প্রয়োজনীয়।
- যেমন: advance শব্দটির ক্ষেত্রে কিছু রূপান্তর দেখা যাক।
শব্দ শেখার জন্য মোবাইল অ্যাপস কার্যকরি ভূমিকা পালন করতে পারে। যেমন: মাগুশ, মাগুশ ফ্ল্যাশকার্ড এবং পেইনলেস জিআরই খুবই কার্যকরি।
This is a very interesting web page and I have enjoyed reading many of the articles and posts contained on the website, keep up the good work and hope to read some more interesting content in the future.
উত্তরমুছুনDigital Marketing Training in Chennai
Dot Net Training in Chennai
Hadoop Training in Chennai
There are many interesting information included and i can easily understand all given information.I post something on my blog to post something, or wait to post something worth saying. Keep update more information....
উত্তরমুছুনPimple Treatment
Pigmentation Cream
Acne Cream
All the points you described so beautiful. Every time i read your i blog and i am so surprised that how you can write so well.
উত্তরমুছুনJava training in Chennai | Java training institute in Chennai | Java course in Chennai
Java training in Bangalore | Java training institute in Bangalore | Java course in Bangalore
Java online training | Java Certification Online course-Gangboard
Java training in Pune
Great content thanks for sharing this informative blog which provided me technical information keep posting.
উত্তরমুছুনpython Online training in chennai
python Online training in bangalore
python interview question and answers
Thank you for taking the time and sharing this information with us. It was indeed very helpful and insightful while being straight forward and to the point.
উত্তরমুছুনPython Online training
python Training in Chennai
Python training in Bangalore
Resources like the one you mentioned here will be very useful to me ! I will post a link to this page on my blog. I am sure my visitors will find that very useful
উত্তরমুছুনData Science course in Indira nagar
Data Science course in marathahalli
Data Science Interview questions and answers
Data science training in tambaram
Data Science course in btm layout
Data science course in kalyan nagar
Data science course in bangalore
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনYour post is very interesting
উত্তরমুছুনColleges in Uttarakhnd
Fashion Designing course in Dehradun
Drawing & Painting Course in Dehradun
Fine Arts Course in Dehrdun
Animation & Multimedia Course in Dehradun
Journalism & Mass Communication Course in Dehradun
Commerce & Management Courses in Dehradun
Excellent post..i will post a link to this page ..my visitor find that very useful!!!
উত্তরমুছুনAndroid Training in Chennai
Android Online Training in Chennai
Android Training in Bangalore
Android Training in Hyderabad
Android Training in Coimbatore
Android Training
Android Online Training
minecraft premium
উত্তরমুছুনen son çıkan perde modelleri
özel ambulans
lisans satın al
en son çıkan perde modelleri
nft nasıl alınır
yurtdışı kargo
uc satın al