প্রফেসরদের ইমেইল পাঠানোর ক্ষেত্রে কিছু বিশেষ পরামর্শ। ১। ইমেইলটা কখন, কোনদিন পাঠাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। সাধারনত সোম থেকে শুক্র, বাংল...

প্রফেস রদের মেইল করার জন্য বিশেষ পরামর্শ

প্রফেসরদের ইমেইল পাঠানোর
ক্ষেত্রে কিছু বিশেষ পরামর্শ।
১। ইমেইলটা কখন, কোনদিন
পাঠাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ।
সাধারনত সোম থেকে শুক্র,
বাংলাদেশ সময় রাত ৮
টা থেকে ১২ টার মধ্যে ইমেইল
পাঠানো ভাল
(অনেকটা হিন্দি সিরিয়ালের
টাইম-টেবিলের মত শোনাচ্ছে)।
এতে উত্তর পাবার সম্ভাবনা বেশি।
২। কিছু কিছু প্রফেসররা শনি,
রবিবারও ইমেইলের উত্তর দেন।
কাজেই ওইদিন গুলোও
চেষ্টা করা যেতে পারে,
তবে সম্ভাবনা কিছুটা কম।
৩। অনেক সময় প্রফেসরদের ইমেইল
দিলে, অটোমেটিক রিপ্লাই আসে,
“আউট অফ অফিস”। সেইখেত্রে নোট
করে রাখতে পারেন,
কবে উনি ফিরবেন, ওই সময়
অনুযায়ীয়ই আবার তাকে ইমেইল
করতে পারেন । (একটু খাটনি করতেই
হবে)
৪। রেগুলার ইমেইল চেক করার অভ্যাস
করতে পারলে ভাল( ফেইসবুকের মত
করলে ত কথাই নেই)। এতে সুবিধা হল,
প্রফেসর উত্তর দেবার
অনেকটা সাথে সাথেই
আপনি ফিডব্যাক দিতে পারলেন,
এতে প্রফেসরের কাছে আপনার
আগ্রহটা কিছুটা হলেও বেশি প্রকাশ
পাবে, উনিও হয়ত আগ্রহ দেখাবে।

0 মন্তব্য(গুলি):

Featured Posts

Featured Posts

Featured Posts

Popular Posts

Socialize Us